|
---|
জাহেদুল ইসলাম : বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২০ দেশে অপরিকল্পিত লকডাউনে চরম ভোগান্তিতে দেশের জনগণ। গুজরাটের সুরাট শহরে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের কয়েকশো বাঙালি শ্রমিক শুধু কলের জল খেয়ে বেঁচে আছে। কারফিউ শুরুর আগের দিন মালিক কিছু টাকা দিয়েছিল। তা দিয়ে তিন চার দিন খেয়েছিলেন তারা। তারপর থেকে কয়েকশো বাঙালি শ্রমিক না খেয়ে আছেন। তাদের কাছে একটাও পয়সা নেই। কোনও মতে বেঁচে রয়েছে তারা। গুজরাটের সুরাট শহরে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিক বলেন, সবাইকে মিনতি করছি, একটু আমাদের কথাটা পশ্চিমবঙ্গ সরকার কে বলুন পূর্ব বর্ধমান থেকে মাস তিনেক হল সুরাটে এম্ব্রয়ডারির কাজ করতে গেছেন এই শ্রমিক । দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যখন লকডাউন চলছে, তার মধ্যেই এক মানবিক সঙ্কটের দিকে দেশ এগোচ্ছে বলে মনে করছেন অনেকে। দিল্লী, মুম্বাই, গুজরাট বা দক্ষিণ ভারতে কাজ করতে যাওয়া কয়েক লাখ পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি তাদের আর্থিক অনুদান এবং খাদ্যদ্রব্য সরবরাহের বিষয়ে আশ্বস্ত করলেও সেসব সাহায্য তাদের কাছে এখনও পৌঁছায়নি। বহু মানুষ পায়ে হেঁটেই পাঁচ, ছয় বা সাতশো কিলোমিটার দূরে নিজের গ্রামে যাওয়ার জন্য রওনা হয়েছেন স্ত্রী সন্তানদের হাত ধরে। এ এক ভয়াবহ মানবিক বিপর্যয়। তারা বাধ্য হচ্ছিলেন পায়ে হেঁটে শয়ে শয়ে কিলোমিটার পাড়ি দিতে – কারণ এদের কাজ বন্ধ, তাই খাবারের সংস্থান অনিশ্চিত।আবার গ্রামে ফিরতে চাইলে ও সরকার তাদের আটকে দিয়েছে ফলে তারা চরম সমস্যায় পড়েছে |