|
---|
নতুন গতি নিউজ ডেক্স: রোর অফ দ্য লায়ন নামক তথ্যচিত্রে ফিক্সিং নিয়ে আবেগপ্রবণ ধোনি। দেশ অপেক্ষায় ছিল, ফিক্সিং নিয়ে ধোনি কবে মুখ খুলবেন। তিনি কিন্তু দীর্ঘদিন চুপ ছিলেন। অবশেষে মুখ খুললেন চেন্নাইয়ের অধিনায়ক।
২০১৩ আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে তাঁর নামও জুড়ে গিয়েছিল। সে সময় একটাও কথা বলেননি ধোনি। মুখে যেন কুলুপ আটকে রেখেছিলেন। হয়তো তিনি কোনও বড় মঞ্চের অপেক্ষায় ছিলেন। সেই মঞ্চ ধোনি পেলেন ছয় বছর বাদে।
ধোনি বলেন, অধিনায়ক হিসাবে আমি প্রশ্ন করতে পারি, দলের ক্রিকেটারদের ভুলটা কোথায় ছিল! দলের কেউ ফিক্সিং জড়িত ছিল বলে তো কিছু প্রমাণ হয়নি। তা হলে আমাদের কেন ওরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল! লোক ঠকানোটা বড় অপরাধ। কিন্তু তাতে দলের কেউ জড়িত ছিল বলে তো প্রমাণ হয়নি। আমি এবং আমার দলের ক্রিকেটারদের অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ছেলেদের বারবার বলেছি, মাঠের বাইরের একের পর এক ঘটনার প্রভাব যেন ওদের পারফরম্যান্সে না পড়ে।