বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ছান্দসিক

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: “নব নব রূপে এসো প্রাণে” এই শিরোনামে বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করোলো মেদিনীপুরের বেশকিছু বাচিক শিল্পীদের নিয়ে নবগঠিত সংস্থা ছান্দসিক। মেদিনীপুর শহরের লোধাস্মৃতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ছান্দসিকের উদ্যোগে বৈশাখী আড্ডার প্রথম প্রয়াস।নাচে,গানে,কবিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয় ছান্দসিকের শিল্পীদের দ্বারা ও অতিথি শিল্পীদের দ্বারা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল। এদিনের প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষকে।মাল্যদান করেন ছান্দসিকের প্রদান উপদেষ্টা সাহিত্যিক বিদ্যুৎ পাল।

    ছান্দসিকের পক্ষে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য সবার সামনে তুলে ধরেন বাচিক শিল্পী জয়া মুখার্জি।ছান্দসিকের পক্ষে উপস্থিত ছিলেন মৃদুলা ভূঞ্যা,শুক্লা মুখার্জি,সোমা,সুমন সহ অন্যান্যরা।কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক অতিথি ও দর্শক নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মেদিনীপুর শহরের সংস্কৃতি প্রেমী বিশিষ্ট জনেরা করে ছান্দসিকের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।