|
---|
ছত্তিশগড়ে ফের মাওবাদীদের সংঘর্ষে প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের
নতুন গতি ওয়েব ডেস্ক:
ছত্তিশগড়ে ফের মাওবাদীদের সংঘর্ষে প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের।ছত্তিশগড় জেলার প্রত্যন্ত রাজনন্দনগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে পুলিশের সংগর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ছত্তিশগড়ের পুলিশের সদর দফতর সূত্র জানিয়েছে, শুক্রবার গভীর রাতে পারধাউনি গ্রামে মাওবাদীরা আত্মগোপন করে আছে খবর পেয়ে পুলিশ হানা দেয়। তখন মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয়। নিহত পুলিশ অফিসার হলেন রায়পুর থেকে ২০০ কিমি দূরে অবস্থিত মাদানওয়ারা থানার আইসি শ্যাম কিশোর শর্মা।
পুলিশ জানিয়েছে, ছত্তিশগড় পুলিম ও ইন্দো-তীব্বত সীমান্ত বাহিনীর ২৭ ব্যাটিলয়নের এদিনের অভিযানে চারজন মাওবাদীকে গুলি করে মারে। এদের মধ্যে দুজন মহিলা। ছত্তিশগড়রে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পুলিশ অফিসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।