পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি : সোমবার পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    খাল–বিল–নদীকে যুক্ত করে ‘জলশ্রী’ প্রকল্প তৈরি করার কথা ভাবা হচ্ছে। অনাবৃষ্টি থেকে জেলার মানুষকে স্বস্তি দিতে তৈরি এর প্রকল্প। এছাড়া কৃষি ও সেচের জন্য ২৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায়। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার জন্যই ৫৬০ কোটি টাকা ব্যয় করে সেচনালা সংস্কার, দামোদরের বাঁধ নির্মাণের কাজ হবে। এতে বন্যা প্রতিরোধ এবং কৃষির উন্নতি হবে।

    বাজ পড়ে মৃত্যু কমাতে নারকেল গাছ লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এখানেও ১০০ দিনের লোকেদের কাজে লাগানো যাবে। তাদের দিয়ে নার্সারিতে বীজ বপনের কাজ করানো হবে। কৃষি ও দূষণ নিয়ন্ত্রণ দপ্তরকে একসঙ্গে নিয়ে এই কাজ করতে হবে।’

    ডেঙ্গু নিয়ন্ত্রণ: ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য গাপ্পি মাছ চাষ বাড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কারণ, ওই মাছ ডেঙ্গির লার্ভা খেয়ে ফেলে। পাশাপাশি ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার করা দরকার।

    এছাড়া, মুখ্যমন্ত্রী বলেন, বাংলা আবাস যোজনায় রাজ্য জুড়ে ৮ লাখ ৩০ হাজার বাড়ি হবে।