বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিকের জীবনাবসান ঘটলো আজ

নিজস্ব প্রতিনিধি : চোখ বুজলেন অভিনেতা নিমু ভৌমিক। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। শোনা যাচ্ছে স্নায়ুর জটিল রোগে তিনি ভুগছিলেন। প্রথমে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তারপর ফের সেখান থেকে সরিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আজ তাঁর গড়িয়ার বাড়িতেই মৃত্যু হয় বলে জানাযায়।

    বর্ষীয়ান এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তবে তাঁর অভিনীত ছবিগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি অভিনয় করতেন খলনায়কের ভূমিকায়।

    ১৯৩৫ সালে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন নিমু। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে দাদার কীর্তি, বাঘিনী, মঙ্গলদীপ, অপরাজিতা, সহ আরও উল্লেখযোগ্য নাম।