নির্মল বিদ্যালয় অভিযান সপ্তাহ উদযাপন ঝাড়খন্ড ঘেঁষা বীরভূমের লোকপুরে

সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: সরকারি নির্দেশ মোতাবেক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী নির্মল বিদ্যালয় অভিযান । তারই রূপদানে আজ২৭শে আগষ্ট বীরভূম জেলার লোকপুর থানার ধাসুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে “ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট ” ও ধাসুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ মাজি সভার শুভ সূচনা করেন ও নির্মলতা বিষয়ক সংক্ষিপ্ত বর্ণনা করেন। নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান সম্পর্কে বিস্তারিত তথা প্রচারার্থে ছাত্র-ছাত্রীদের হাতে গাছ লাগান প্রান বাঁচান,জল অপচয় রোধ করুন, মাঠে ঘাটে মল ত্যাগ বন্ধ করুন, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ইত্যাদি সচেতনতা মূলক শ্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে গোটা ধাসুনিয়া গ্রাম পরিক্রমা করা হয়। পদযাত্রার পাশাপাশি বাড়িতে বাড়িতে ঢুকে স্কুল পড়ুয়াদের নিয়ে গঠিত স্বাস্থ্য কমিটির সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি , সঙ্গে পরিস্কার পরিচ্ছন্নতা থাকার বার্তাটা ও পৌঁছে দেওয়া হয় কচিকাঁচাদের মধ্যে দিয়ে। এদিন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সুপার ভাইজার সুদীপ পাল, হাইজিন এডুকেটর জীষ্ণু হাঁটি, শিউলি ভূঁইয়া ও কমিউনিটি ভলিন্টিয়ার গিরিধারী সেন সহ উৎসাহী গ্রামবাসী বৃন্দ। প্লেকার্ড হাতে কচিকাঁচাদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা ।