|
---|
লুতুব আলি : দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রাপ্ত ডক্টর এ.পি. জে আব্দুল কালামের জন্মদিন পালিত হল পূর্ব বর্ধমানের বড়শুল ও হাওড়ার বাগনানের খাদিনান বিবেকানন্দ সংঘের মাঠে। পূর্ব বর্ধমানের অনুষ্ঠানের আয়োজক ছিল বর্ধমান ২নং ব্লকের ড: আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চারিটি এন জি ও। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মর্যাদার সঙ্গে আব্দুল কালামের জন্মদিনটি পালন করল। কালাম সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদান করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। এই স্বেচ্ছাসেবী সংগঠন টির সভাপতি আলমগীর হোসেন মন্ডল বলেন, সারা বছর ধরেই কালাম সাহেবকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ও ধারাবাহিকভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনদ মন্ডল, বড়শুল সি.ডি.পি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামচন্দ্র সরেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সহ কার্যকরী কমিটির সদস্য শেখ রতন, শেখ মাফুজ, শেখ নাজির, শেখ সাইন, গৌর হরিদত্ত, মহসিন হক প্রমুখ। অন্যদিকে হাওড়ার বাগনানে স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম সাহেবের জন্মদিনটি এক নতুন আঙ্গিকে স্মরণ করল। অনুষ্ঠানের সকল অতিথিদের চারাগাছ, স্মারক, উত্তরীয় ও আব্দুল কালাম এর লেখা বই দিয়ে বরণ করা হয়। স্বাগত ভাষণ দেন স্বজনের রাজ্য সম্পাদ ক চন্দ্রনাথ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: রঞ্জিত দাস, সাহিত্যিক রাজীব শ্রাবণ, শিক্ষক প্রসূন রায়, সমাজসেবী শচীন ঘোষাল, সৌমিত্র মজুমদার, কবি অর্ণব দত্ত, সুনীল চট্টোপাধ্যায় প্রমুখ। বাগনানের অপর এক স্বেচ্ছাসেবী সংস্থা সেফ লাইফ ফাউন্ডেশন আব্দুল কালামের জন্মদিন পালন করে। এই অনুষ্ঠানেও শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন চন্দ্রনাথ বসু, প্রিয়াঙ্কা মল্লিক, সোমা মল্লিক প্রমুখ।