|
---|
সংবাদদাতা : ৩০অক্টোবর, শুক্রবার, হুগলি জেলার, বালিপুরে, সজাগ মঞ্চের পরিচালনায় সীরাতুন নবীদিবস নিয়ে আলোচনাসভা হয়। বালিপুর উত্তর পাড়ার মসজীদতলা প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে শুরু হয়। ছেলেমেয়েদের জন্য ঈসলামিক গজল, কেরাত ,ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে। ছেলেমেয়েদের উৎসাহিত করতে সকল প্রতিযোগিদের উপহার দেওয়া হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঃবঃ পুলিশ অধিকর্তা আই পি এস জাহিদুর রহমান ও নাবাবিয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবর, সমাজসেবী কদম রসুল মোল্লা, ক্যাপ্টেন, সেখ ফিরোজ, স্থানীয় ইমাম সাহিনুর ইসলাম, সকলে তারা নিজ নিজ মূল্যবান বক্তব্য রাখেন ও বাচ্ছাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বক্তব্য রাখেন সজাগ মঞ্চের সম্পাদক সেখ বাহারুল ইসলাম। এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন। কোষাধক্ষ সেখ ইয়াসিন আলি, সদস্য সেখ বাবলু আলি,সেখ সাইফুল। এলাকার বহু মানুষ উপস্থিত ছিন। এই অনুষ্ঠান বিকাল তিনটের সময় শেষ হয়।