|
---|
নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বিকেলে প্রয়াত ফরওয়ার্ড ব্লক তথা শ্রমিকদের নেতা জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিলে হাটলেন কয়েকশো ফরওয়ার্ড ব্লক ও বাম কর্মী। এদিন কালিয়াচকের পার্টি কার্যালয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শোক মিছিল কালিয়াচক থানা রোড, কালিয়াচক চৌরঙ্গী এলাকা পরিক্রমা করে। ফরওয়ার্ড ব্লকের জেলা সাধারণ সম্পাদক শ্রীমন্ত মৈত্র বলেন, গত ২০ তারিখ জাকির হোসেন প্রয়াত হয়েছেন। তিনি আমাদের মধ্যে খুব কাজের লোক ছিলেন। তার মৃত্যুতে পার্টির অপূরণীয় ক্ষতি হল। এই মুহূর্তে জাকির বাবুর চলে যাওয়া আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। তিনি আরো বলেন, আমরা ধর্মীয় বিভাজন ও মানুষে মানুষে ভেদাভেদ চাইনা। আমরা চাই জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভারত।আগামী দিনে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর কালিয়াচকের নজরুল ভবনে জাকির হোসেনের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সাধারণ সম্পাদক নরেন চ্যাটার্জী সহ বামপন্থী নেতারা। এদিনের শোক মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তপন চৌধুরী, ব্লকের হরমুজ আলী সামেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।