|
---|
আজিম শেখ, নতুন গতি, বীরভূম: আজ ইং ২৭ তারিক মঙ্গলবার ভারতীয় জাতীত কংগ্রেস এর পক্ষে এক গুচ্ছ দাবি নিয়ে গণ ডেপুটেশন দিলেন নলহাটি ২নং ব্লক লোহাপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন হাঁসন বিধানসভার সদস্য মাননীয় মিল্টন রশিদ মহাশয় আরো উপস্থিত ছিলেন সীতাস্বর পান্ডে,সাব্বির হোসেন,মীর মনি (নিউটন) মহাশয় সহ আরো ৩০০কর্মী বৃন্দ। লোহাপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান আজ ভারতীয় জাতীয় কংগ্রেস এর পক্ষে একটি স্বারকলিপি জমা দিয়েছেন। আমাদের তরফ থেকে তাদেরকে সঠিক তথ্য বা কাজের সহযোগিতা করা হবে বলে জানান।