|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে জাতীয় সুরক্ষা দিবস সপ্তাহ পালন করলো পশ্চিমবঙ্গ রাজ্যে বিদ্যুৎ পর্ষদ এর গলসি কাস্টমার কেয়ার সেন্টার। এদিন তাদের উদ্দ্যোগে এলাকায় একটি মিছিল করা হয়। মিছিলটি বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে গোটা বাজার পরিক্রমা করে। মিছিলে পা মেলান বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে সকল কর্মীরা। সচেতন সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্বলিত একটি ট্যাবেলো নিয়ে মাইকিংও করা হয় এলাকায়। সাধারন মানুষকে পরিসেবা দেবার সাথে বিপদমুক্ত রাখতে তাদের ওই কর্মসুচী বলে জানা গেছে।
বিদ্যুৎ দপ্তরের বর্ধমান (নর্থ) ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার ইনদাদুল মণ্ডল বলেন – বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন চলবে না। তবে বিদ্যুৎের সঠিক ব্যবহার না জানলে আমরা বিপদে পরতে পারি। তাই সাধারণ মানুষকে আমরা সচেতন করছি। মিছিল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের বর্ধমান (নর্থ) ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার ইনদাদুল মণ্ডল সহকারী ম্যানেজার অরিত্র রায়, গলসি স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাস, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধক্ষ্য ইমামুল হক সহ স্থানীয় বিদ্যালয়ের ছাত্রীরা।