|
---|
মথুরাপুর : নুরউদ্দিন : বৃহস্পতিবার বৈকাল ৪টে নাগাদ দেবীপুর অঞ্চল এলাকায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার প্রায় ৫ কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করেন, এবং জনগণের দোরগোড়ায় গিয়ে মানুষের সাথে জনসংযোগ করেন। এইদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার বলেন তৃণমূলের প্রার্থী যেখানে যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ঢল নেমে পড়ছে, তাই আগামী দিনে বিজেপি বাংলা থেকে ৪২টি আসন শূন্য হতে চলেছে। এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে বরাবর জয়ের রেকর্ড করে আসছে তৃণমূল, এবারে তার ব্রাতিক্রম হবেনা বলে জানান বাপি হালদার। এই র্যালিতে উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ডাক্তার অলক জলদাতা, মথুরাপুর ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দু হালদার, এবং দেবীপুর অঞ্চলের প্রধান আমির হোসেন লস্কর সহ বহু তৃণমূল নেতৃত্বরা।