|
---|
নিজস্ব সংবাদদাতা : এখনো অনেক ভারতীয় পড়ুয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আটকে আছে। কেন্দ্র সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত তারা ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেন। শতকরা ৮০ ভাগ মানুষ ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে বর্তমানে আশ্রয় নিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কেন্দ্রীয় সরকারের আরো বেশি করে বিমান পাঠানো উচিত। প্রসঙ্গত রাজ্যের অনেক পড়ুয়া যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে আছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক সপ্তাহ এর অধিক অতিক্রান্ত। প্রতিদিন বাড়ছে যুদ্ধের ব্যাপকতা। যুদ্ধ বিধ্বস্ত শহর খারকিভে আটকে আছে আনুমানিক সাড়ে চার হাজার ভারতীয়।