|
---|
মহঃ সফিউল আলম, বীরভূম : লোকপুর থানা এলাকায় খন্নি গ্রামের কাছে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু ঘটে ৷ মৃতার নাম নুসরত পারভীন ওরফে সুইটি৷ বয়স চার বছরের কাছাকাছি ৷ বাবার নাম রবিউল৷ দুর্ঘটনাটি ঘটে আজ সকাল ১০ টা নাগাদ৷ ঘাতক গাড়িটি অর্থাৎ ডাম্পারটিকে আটক করেছে পুলিশ৷ যদিও চালক পলাতক ৷
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, খয়রাশোল ব্লকের বারাবণে শিশুটির বাড়ি৷ মামার বাড়ি খন্নি গ্রামে৷ সেখানে কাছাকাছি তাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে৷ বাবার সঙ্গে সেখানে গিয়ে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা৷ এলাকায় নেমে আসে শোকের ছায়া৷ শিশু কন্যার মৃত্যুতে বাবা, মা, আত্মীয়দের পাশাপাশি শোকে মূহ্যমান এলাকাবাসী৷