|
---|
দেবজিৎ মুখার্জি, মেদিনীপুর: “শুধু বেসরকারি হাসপাতালই নয়, অনেক সময় সরকারি হাসপাতালও অপারেশনের সময় প্রত্যাখ্যান করছে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড” মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ঠিক এমনই অভিযোগ করেন সেখানকার জনপ্রতিনিধিরা।
সেই মহুর্তে কড়া নির্দেশ দিয়ে তিনি জানান “এসব ক্ষেত্রে থানায় এফআইআর দায়ের করতে হবে। থানাকেও গিয়ে ক্রসচেক করতে হবে, কেন চিকিৎসা হল না? কার্ডের উপর হেল্পলাইন নম্বর রয়েছে। তাতেও ফোন করে অভিযোগ জানাতে হবে। এই কার্ডের কোনও রিনিউয়াল করাতে হয় না। মিথ্যে বললে হাসপাতালের লাইসেন্স কেটে দেব। অবশ্যই অভিযোগ করবেন।”