|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিন মঞ্চে দাঁড়িয়ে মমতার ঘোষণা, নিজের ছন্দে এগিয়ে চলেছে বাংলা। আর বিশ্ব দরবারে বাংলাকে শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে নিরন্তর কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের উন্নতির জন্য মূলত ৮টি বিষয়ে নজর দিয়েছে রাজ্য সরকার – পরিকাঠামো তৈরি, পরিকাঠামোর প্রসার, শিক্ষা, সামাজিক সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, ইজ অফ ডুয়িং বিজনেস, ডিজিটালাইজেশন ও কর্মদিবস নষ্ট না করা।
পরিকাঠামো তৈরির উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে সার্বিক পরিকাঠামো তৈরির কাজ চলছে। একদিকে তৈরি হয়েছে তাজপুর বন্দর। অন্যদিকে রয়েছে ডানকুনি থেকে অমৃতসর পর্যন্ত তৈরি ইস্টার্ন ফ্রেট করিডোর। জঙ্গলমহলকে কেন্দ্র করে গড়ে উঠছে শিল্প পার্ক ‘জঙ্গল সুন্দরী’। ২০২৩ সালের মধ্যে জাতীয় গ্যাস পাইপ লাইনের সঙ্গে যুক্ত হবে বাংলাও। সিলিকন ভ্যালিতে তৈরি হচ্ছে অনুসারী শিল্পও। রাজ্যে এই পদক্ষেপগুলিই শিল্পক্ষেত্রে পরিকাঠামো আরও শক্ত করছে।
আর এক স্তম্ভ শিক্ষার উপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্প শিক্ষার উন্নয়নে সাহায্য করছে। তৃতীয় স্তম্ভ সামাজিক সুরক্ষা। সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়, মহিলা-সহ বহু মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বহু প্রকল্প এনেছে রাজ্য সরকার। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামোর প্রসারেও জোর দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে শিল্প-বাণিজ্যে বিনিয়োগ আরও সহজ করতে কর কাঠামো-সহ একাধিক ব্যবস্থাকে সরল করা হয়েছে। সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করেছে সরকার। চালু হয়েছে ডিজিটালাইজেশনও।
শেষে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে একটা কর্মদিবসও যেন নষ্ট না হয়। রাজ্যে হরতাল হয় না। তাই বিনিয়োগের গন্তব্য হোক বাংলা।