|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার রাতে বাড়ি ফেরার পর শনিবার দুপুরেই ফের সিবিআই তলব করল বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।
জানা গিয়েছে, শনিবার দুপুরেই তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছয় সিবিআই নোটিস। নোটিস অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।
সিবিআই সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। তবে তিনি যাবেন কি না, তা এখনও জানা যায়নি।