ইউটিউব ভিডিও করতে এসে, গঙ্গার জলে স্নান করতে নেমে একইসাথে জলে তলিয়ে গেল দুই যুবক

নিজস্ব সংবাদদাতা : ইউটিউব ভিডিও করতে এসে, গঙ্গার জলে স্নান করতে নেমে একইসাথে জলে তলিয়ে গেল দুই যুবক। এই ঘটনায় ছড়ালো তীব্র চাঞ্চল্য। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গঙ্গার ঘাট এলাকায়ও। জানা যায়, শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাগচীর বাগান এলাকা থেকে চার বন্ধু একটি বাইকে করে শান্তিপুর স্টিমারঘাট গান্ধীর ঘাটে ইউটিউব ভিডিও করবে বলে আসে। এরপরই চার বন্ধু একসাথে গঙ্গায় নামে স্নান করতে। স্নান করতে করতেই একই সাথে দুই বন্ধু হঠাৎ জলে তলিয়ে যায়। জলে তলিয়ে যাওয়া দুই যুবকের নাম আকাশ সরকার ও রোহন বিশ্বাস। দুজনেরই বয়স ১৮ বছর। প্রত্যক্ষদর্শী তার দুই বন্ধু জানায়, জলে তলিয়ে যাওয়া দুই যুবক এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।স্বভাবতই একই সাথে দুই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গার ঘাট এলাকায়। খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর কিভাবে ওই দুই যুবক জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করে তারা। যদিও গঙ্গার ঘাট সংলগ্ন প্রতিবেশীদের দাবি, এই গঙ্গার ঘাটে প্রায়ই জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। গঙ্গার স্নান করার ঘাটটির পরিকাঠামো ঠিকঠাক না থাকায় ঘটছে দুর্ঘটনা। গঙ্গার ঘাট থেকে স্নান করতে নামতেই বড় বড় গর্ত রয়েছে। অনেকেই সাঁতার জানেন না, কিন্তু স্নান করতে নেমে ওই গর্তের কারণে ঘটে দুর্ঘটনা।