|
---|
কার্শিয়াং: কার্শিয়াং এ কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংগঠনিক কমিটি ও দলীয় কর্মীদের এক বৈঠক অনুষ্ঠিত হয় । দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। করোনা অতিমারী তে গত দুই বছর ধরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা হয়নি । পাহাড়ে দলকে সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যেই আজকের বৈঠক । আজকের বৈঠকে সরোজ খাত্রীকে দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে । আজকের বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনে দলকে কীভাবে সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয় । বৈঠকে আসন্ন কার্শিয়াং পৌরসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে । আসন্ন নির্বাচনে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে , শঙ্কর মালাকার জানান , এখন আমরা পাহাড়ে তরুণদের সম্পৃক্ত করে কংগ্রেসকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাব।