” বাংলায় সংকটে হিন্দুরা!”: মমতা বন্দ্যোপাধ্যায় কে দোষারোপ করে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের

নতুন গতি নিউজ ডেস্ক: “এখনই না জাগলে কাশ্মীরি পণ্ডিতদের মতোই অবস্থা হবে বাংলার হিন্দুদের” এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

    বুধবার বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার পর তাঁর বক্তব্য “যারা কাশ্মীর ফাইলস ছবি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন, তাঁরা দেশকে বিভ্রান্ত করছেন। এই ছবি দেশের সব প্রান্তে দেখানো উচিত।”

    এরপরেই তিনি করেন সেই বিতর্কিত মন্তব্য। তিনি জানান “নয়ের দশকে কাশ্মীরের রাজনীতিকদের ভূমিকা যেমন ছিল, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হিন্দুরা যদি নিজেদের অস্তিত্বের জন্য লড়াই না করেন তাহলে বাংলাই পরবর্তী কাশ্মীর হতে চলেছে।”

    তিনি আরো জানান “বাংলার বহু জেলায় সংকটে হিন্দুরা। আমরা মুসলিমদের থেকে যতটা ভয় পাচ্ছি, তার থেকে অনেক বেশি ভয় পাচ্ছি মুসলিম মৌলবাদীদের।”

    নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় মন্ত্রী সুকৌশলে ফের ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা করছেন।