আবারো মহেশতলা পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
পঁয়ত্রিশটি আসন বিশিষ্ট মহেশতলা পৌরসভা আবারও দখলে রাখল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ৩৫টি আসনের মধ্যে ৩৪টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ও একটি আসন জাতীয় কংগ্রেসের প্রার্থী জয়লাভ করে। বিগত দিনে দুলাল দাস মহেশতলা পৌরসভার বিধায়ক তিনি পনেরো নাম্বার ওয়ার্ড থেকে জয়ী হন বিগত দিনে তিনি চেয়ারম্যান ছিলেন। আবার তিনি মহেশতলা পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন, এমনি তৃণমূল কংগ্রেস দলীয় সূত্রের খবর। উনিশ নাম্বার ওয়ার্ড থেকে ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা তিনিও জয়লাভ করেন, বিগত দিনে তিনি ও ভাইস চেয়ারম্যান ছিলেন এবারও তাকেও ভাইস চেয়ারম্যানের পদে বসাতে চলেছেন তৃণমূল কংগ্রেস। অধিক সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করায় সর্বসম্মতিক্রমে ও দলীয় নির্দেশ মোতাবেক দুলাল দাসকে মহেশতলা পৌরসভার সর্বময় কর্তায় ভূষিত হয়েছেন। এবং আবু তালেব মোল্লা তিনি উনিশ নাম্বার ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন বিগত বছরে তিনি ছিলেন মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং দুলাল দাস ছিলেন চেয়ারম্যান এবারের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন দুলাল দাস এবং ভাইস চেয়ারম্যান হলেন আবু তালেব মোল্লা।

    বিশেষ করে এই মহেশতলা পৌরসভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাশ তালুক, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম পৌরসভা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শুফলে পৌরসভায় তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত। বিগত দিনে বেশ কিছু ওয়ার্ডে ছোটখাটো সমস্যাগুলির মধ্যে বিশেষ করে জলের সমস্যা এবং ঘিঞ্জি এলাকা গুলি ঠিকমতো ডেন পরিষ্কার না হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয় ওই এলাকার বসবাসকারী মানুষদের,একটু জল হলেই জলের দুর্গন্ধ। এই পৌরসভা হোক স্বচ্ছ এবং জনগণের পৌরসভা এমনই আশা ব্যক্ত করছেন স্থানীয় বাসিন্দারা।