আর্থিক তছরূপের শিকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক! প্রতারণার পরিমাণ ২ হাজার ৬০ কোটি ১৪ লক্ষ টাকা

নতুন গতি নিউজ ডেস্ক: আর্থিক তছরূপের শিকার হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। রিজার্ভ ব্যাংককে পিএনবি জানিয়েছে, তামিলনাড়ুর একটি সংস্থার নেওয়া ঋণের দৌলতে এবার ২ হাজার ৬০ কোটি ১৪ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছে তারা।

    জানা গেছে তামিলনাড়ুর শেই সংস্থা আইএল অ্যান্ড এফএস তামিলনাড়ু পাওয়ার বড় অঙ্কের অর্থ ঋণ হিসেবে নিয়েছিল।

    উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকও তামিলনাড়ুর সংস্থাটিকে ‘ব্যাড অ্যাসেট’ বলে ঘোষণা করেছিল। আইএল অ্যান্ড এফএসের ১৪৮ কোটি টাকার অনুৎপাদক সম্পদের অ্যাকাউন্টকে জাল অ্যাকাউন্ট বলেও ঘোষণা করেছিল পিএসবি।