|
---|
শুধু মোদির নিরাপত্তার জন্য প্রতি মিনিটে কেন্দ্রের খরচ ১১ হাজার ২৬৩ টাকা
নতুন গতি,ওয়েব ডেস্ক: দেশের অর্থনীতি বিপদসীমার প্রান্তে৷ একের পর এক সরকারি সংস্থা বিক্রি করে ‘সংসার চালাতে’ হচ্ছে কেন্দ্রকে৷ আর প্রধানমন্ত্রীর গায়ে যাতে আঁচড় না লাগে সেজন্য কেন্দ্রকে প্রতি ঘন্টায় খরচ করতে হচ্ছে
৬.৭৫ লক্ষ টাকা। মিনিটে হিসাব করলে দাঁড়াচ্ছে ১১ হাজার ২৬৩ টাকা।
জাতীয় এক সংবাদমাধ্যম মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির জন্য প্রতিদিন SPG নিরাপত্তা খাতে কেন্দ্রের খরচ হচ্ছে ১ কোটি ৬২ লক্ষ টাকা। প্রতি ঘন্টার খরচ ৬.৭৫ লক্ষ টাকা। প্রতি মিনিটের খরচ ১১ হাজার ২৬৩ টাকা। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি জানিয়েছেন, ‘”হামলার আশঙ্কা বিচার করেই SPG নিরাপত্তায় কত টাকা বরাদ্দ হবে, তা নির্ধারিত হয়।’ প্রসঙ্গত, এই মুহুর্তে গোটা দেশে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ই SPG স্তরের নিরাপত্তা পান৷ এই খবর প্রকাশ্যে আসার পরই জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। DMK সাংসদ দয়ানিধি মারানের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি জানিয়েছেন, ‘”হামলার আশঙ্কা বিচার করেই SPG নিরাপত্তায় কত টাকা বরাদ্দ হবে, তা নির্ধারিত হয়।’