রামপুরহাট অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ১১জন জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য

বীরভূম: মঙ্গলবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, রামপুরহাটকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি বলেন “রামপুরহাটে দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে তৃণমূল কংগ্রেস উপপ্রধান খুনের ঘটনা ঘটে। তার এক ঘণ্টার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দু’টি ঘটনা একে অপরের সঙ্গে জড়িত কিনা, সে বিষয়টি তদন্ত করে দেখা হবে। হতে পারে ওই ঘটনার প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটানো হয়েছে। সবটাই তদন্ত সাপেক্ষ। এই মর্মে ইতিমধ্যেই একটি সিট গঠন করা হয়েছে। ADG CID-র নেতৃত্ব সেই তদন্তকারী দল গোটা বিষয়টি খতিয়ে দেখছে।”

    তিনি আরো বলেন “রামপুরহাটের বাসিন্দা সঞ্জু শেখের বাড়িতেই এই ঘটনা ঘটে। ওই বাড়িতেই আগুন লেগেছিল। তাঁর পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়। সোমবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল পৌঁছয়। রাতেই তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সঞ্জু শেখের বাড়ি থেকে আরও সাতজনের মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে, হাসপাতালে ভর্তি তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার এখনও পর্যন্ত মোট আটটি মৃতদেহ উদ্ধার হয়েছে।”