|
---|
দার্জিলিং: ফের বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। প্রতিবাদে সরব দার্জিলিং জেলা সিপিআইএম। শনিবার গভীর রাত থেকেই ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে হেঁশেলে ব্যবহৃত গ্যাসের দাম । অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবিতে এদিন শিলিগুড়ির সুভাষপল্লী মোড়ে অবস্থিত নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গ্যাস সিলিন্ডারকে মালা পড়িয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে স্লোগানের সঙ্গে বিক্ষোভ দেখায় সিপিআইএম এর ৩নং এরিয়া কমিটির সদস্যরা।
পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে তাদের ক্ষোভ প্রকাশ করে তারা ।এদিন সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে গ্যাসের দাম বাড়বার প্রতিবাদে জায়গায় জায়গায় আন্দোলন শুরু করবে বামফ্রন্ট।এর মধ্যে শিলিগুড়ির প্রতিটি গ্যাস ডিষ্ট্রিবিউটার অফিসের সামনেও ধর্না দেবে বামফ্রন্ট।