|
---|
“করোনা” যোদ্ধাদের উপর ফুলের পাপড়ি ছিটিয়ে কুর্ণিশ জানালো বায়ুসেনা
নতুন গতি প্রতিবেদক : “করোনা” য় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ সামনের সারিতে দাঁড়িয়ে পরিবার-পরিজন ভুলে, প্রাণের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দেশের কয়েক লক্ষ স্বাস্থ্যকর্মী৷ করোনাভাইরাসকে তোয়াক্কা না করে দিয়ে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ করোনা মহামারীর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের সমস্ত করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী৷
#WATCH: Indian Air Force (IAF) aircraft flypast over Upper Lake in Bhopal to give an aerial salute to #COVID19 warriors. #MadhyaPradesh pic.twitter.com/hFMbkSidJS
— ANI (@ANI) May 3, 2020
আজ সকালে দেশজুড়ে করোনা যোদ্ধাদের সম্মান জানাল ভারতীয় বায়ুসেনা৷ রাজধানীর আকাশে উড়েছে সুখই থার্টি থেকে শুরু যুদ্ধবিমান৷ এদিন যুদ্ধবিমানে ছিলনা গোলাবারুদ৷ বারুদের বদলে ফুল ছড়িয়ে সম্মান জানালেন ভারতীয় সেনা৷ দিল্লি-সহ দেশের সমস্ত হাসপাতালের রোগীদের চিকিৎসা চলছে সেই সমস্ত হাসপাতালে, করোনা হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি করা হয় ভারতীয় সেনা তরফে৷ মুম্বই, ভুবনেশ্বর, কলকাতার রাজারহাট-সহ দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আকাশপথে পুষ্প ছিটিয়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানো হয় আজ৷
ইস্টার্ন কমান্ডের তরফে কলকাতার রাজারহাট, ইটানগর, গোয়াহাটি ও শিলংয়ে বায়ুসেনা বিমান থেকে ফুল ছড়িয়ে দেওয়া হয়৷ গোহাটিতে বাজানো হয় সেনার ব্যান্ড৷ করোনা যোদ্ধাদের উপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেয় বায়ুসেনার বিমান৷ দেশের প্রত্যন্ত ২৪টি এলাকায় নৌসেনার কাপ্টার থেকে পুষ্টি করা হয়৷