করোনা আক্রান্ত রোগীর সুচিকিৎসা ও তার খাওয়ার ব্যবস্থা জন্য রাস্তা অবরোধ

এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ: করোনা আক্রান্ত রোগীর সুচিকিৎসা ও তার খাওয়ার ব্যবস্থা। এরপাশাপাশি গ্রামবাসীরা যাতে কাজে যেতে পারেন ;সেই বিষয়ে সরকারি হস্তক্ষেপ চেয়ে পথ অবরোধ করলো সাগরদিঘির বিষ্ণুপুর এলাকার বাসিন্দারা।
ওই গ্রামবাসীরা জানাচ্ছে,বৃহস্পতিবার তাদের গ্রামে একজন করোনা আক্রান্ত হয়েছেন।সে কলকাতায় টিউমারের চিকিৎসা করতে গিয়েছিল এবং সেখানে তার করোনা রিপোর্ট করা হয় এবং তার দেহে করোনার হদিশ পাওয়া যায়।
গ্রামবাসীদের অভিযোগ,করোনা ভাইরাসের হদিশ পাওয়ার পরও সরকারের তরফ থেকে তার চিকিৎসার ব্যবস্থা বা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় নি।বিডিওকে এই বিষয়টি জানালে তিনি গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেন নি।
এরপাশপাশি গ্রামবাসীরা জানাচ্ছে,তারা তাদের কর্মস্থলে যাওয়া মাত্র তাদেরকে সেইখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।বাজার ঘাট, কৃষিকাজ করতে পারছেন না।