বিজেপির পর তৃণমূলের বিরুদ্ধে উপনির্বাচনে সন্ত্রাস ও জালিয়াতির অভিযোগ সিপিএম ও কংগ্রেসের

কলকাতা: প্রধান বিরোধী দল বিজেপির পর এবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনলো সিপিএম ও কংগ্রেস।

    বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর অভিযোগ, বেনিয়াপুকুর বিদ্যাপীঠে বেআইনি জমায়েতের অভিযোগ পেয়ে সেখানে যেতেই তাঁকে ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি এবং তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর নির্বাচন কমিশনে নালিশ জানান তিনি।

    অন্যদিকে বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের। তাঁর বক্তব্য “এক মহিলা ভোটার কার্ড ছাড়াই ভোট দেওয়ার চেষ্টা করেন। এর আগে ওই মহিলা দুটি বুথে ভোটও দেন। ভোট হয়ে যাওয়ার পরেও কয়েকজন বুথের ভিতর ঘোরাফেরা করছেন।”