আর দূর নয় ভগবতপুর, সহজেই দেখা মিলবে কুমিরের

স্টাফ রিপোর্টার, কাকদ্বীপ: ভগবতপুর কুমীর প্রকল্প ১৯৭৬ সাল থেকে কুমিরের কৃত্রিম প্রজনন ও সংরক্ষণের জন‍্য প্রসিদ্ধ স্থান। পরে এই স্থানটিতে কুমির দেখার জন‍্য দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে। কিন্তু যাতায়াতের পথ সুগম না হওয়ায় অনেক পর্যটকই মুখ ফেরাতে শুরু করেছিল ভগবতপুর থেকে। ফলে মার খাচ্ছিল পর্যটন ব‍্যবসা। সেই সমস্যা সমধান করতে এবার সরাসরি ভগবৎপুর থেকে কলকতা রুটে চালু হল বাস পরিষেবা। ভগবৎপুর থেকে সকাল ১০.৩০ মিনিটে ছাড়বে এই বাস। পথে পড়বে কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, ফলতা। এ নিয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানান দীর্ঘদিনের সপ্নপূরণ হলো, কলকাতার সঙ্গে যোগাযোগে আর কোনো বাধা রইল না। ভগবৎপুর কুমীর প্রকল্পের জন‍্য স্বল্প ব‍্যায়ে তিনদিনের একটি প‍্যাকেজ ও ঘোষণা হয়েছে। পর্যটকরা সেই প‍্যাকেজ নিয়ে ভগবৎপুর ও স‌ংলগ্ন বিভিন্ন জায়গা ঘুরতে পারেন।