|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর ৩৫ তম পুনর্মিলন উৎসব আগামী ২৭ শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। কলেজের দেড়শোতম বর্ষে আয়োজিত এই উৎসবকে সামনে রেখে প্রতিবারের মতো এবারেও কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শনিবার কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো এবং স্পট ফোটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন ২০ তম পি এন ঘোষ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় কলেজের বিবেকানন্দ হলে। দুটো সেশনে আলোচনা করে বিশিষ্ট নেতাজি গবেষক অ্যাডভোকেট কেশব ভট্টাচার্য এবং এভারেষ্ট জয়ী পর্বতারোহী দেবাশিষ বিশ্বাস।
প্রাক্তনীতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.গোপাল চন্দ্র বেরা,প্রাক্তনীর সাধারণ সম্পাদক কুনাল ব্যানার্জী, প্রতিযোগিতা সাব কমিটির আহবায়ক প্রসূন দে,ড.গৌতম ঘোষ,প্রণব চক্রবর্তী, আলোক কুমার পাল, গৌতম দেব , কৌশিক পাল, সুদীপ কুমার খাঁড়া,মণিকাঞ্চন রায় ,সুতপা বসু ,সোমজিৎ মাইতি,সুব্রত মাতি,রুমা কর,ইন্দ্রনীল ঘোষ প্রমুখ।