|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা সাড়াপুল, ডাকবাংলা ফুটবল ময়দানে স্বরুপনগর ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতির ডাকে হিংসা ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যরুপানন্দ মহারাজ, ইমাম কো-অর্ডিনেটর পীরজাদা হাসানুজ্জামান, সিরাতের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর, শিক্ষক আবু সিদ্দিক খান, শিক্ষক আহসানুল্লাহ, মাওলানা আব্দুল মুহিত, মাওলানা আবু জাফর, মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা হেফজুর রহমান, উক্ত শান্তিপূর্ণ সমাবেশ দক্ষতার সাথে পরিচালনা করেন সংগঠনের সম্পাদক হাফেজ তরিকুল ইসলাম। মাওলানা হেফজুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে সমাবেশের কাজ সমাপ্তি ঘটে। সম্পাদক তরিকুল ইসলাম সাহেব বলেন, এই সমবেশ সফল হওয়ার পিছনে স্থানীয় দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা এবং প্রশাসনের ভুমিকা যথেষ্ট উল্লেখযোগ্য। আমরা পথ চলতি মানুষের রাস্তাঘাটে অসুবিধা হবে বলে মিছিল করে সমাবেশে আসতে বারণ করেছি। স্লোগানও রাস্তায় কেউ দেইনি সম্পূর্ণ শান্তিপূর্ণ এই সমাবেশ। সকল বক্তাই রাষ্ট্রের আইন ও সংবিধানকে মান্যতা দিয়ে গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ও প্রতিবাদ সভা করার আবেদন জানান।
সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, আইন কেউ হাতে তুলে নেবেন না, বিজেপির পাতা ফাঁদে পা বাড়াবেন না। তবে নূপুর শর্মার কুরুচিকর মন্তব্য প্রায় আড়াইশো কোটি মুসলিম ধর্মালম্বী মানুষের ভাবাবেগে আঘাত করেছে। নবীর শান, সওকত, মর্যদা ক্ষুন্ন করেছে, ফলে নূপুর শর্মা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যহত থাকবে ইনশাআল্লাহ। পীরজাদা হাসানুজ্জামান সাহেব, বলেন, এদিন হাজার হাজার উপস্থিত আমজনতা আল্লাহর রহমতের বৃষ্টিতে ভিজে নবীর অবমাননার বিরুদ্ধে বক্তাদের গঠনমূলক আলোচনা আন্তরিক ভাবে শ্রবণ করেন।