|
---|
নূর আহমে, মেমারী : ১৮ই নভেম্বর বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি মেমারি পৌরসভা সংলগ্ন মেমারি চেকপোস্ট এলাকায়। বুধবার দুপুরে একটি ডাম্পার বেপরোয়া ভাবে এক পথচারীকে ধাক্কা মারলে তিনি পড়ে যান এরপর ঐ পেছনের চাকায় তিনি পিষ্ট হন। পুলিশের তৎপরতায় ঘাতক গাড়ি ও গাড়ির চালককে রসুলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। মেমারি থানার পুলিশ মৃত ব্যক্তিকে স্থানীয় মানুষজন এর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার জেরে তিব্র জানযটের সৃষ্টি হয় জিটি রোডের উপর।