দৌলতচক পণ্ডিতসাই সিদু কানু সমাজ সুসৌর ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: কেশপুর ব্লকের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েত অধীন দৌলতচক পণ্ডিতসাই সিদু কানু সমাজ সুসৌর ক্লাবের উদ্যোগে খাসবাড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ ৪১ জন রক্ত দান করলেন। উল্লেখ্য, এদিন রক্তদান শিবিরে অধিকাংশ রক্ত দাতা প্রথমবার রক্ত দান করলেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর ডিষ্ট্রিক্ট ব্লাড ডোনর্স ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জি, সভাপতি অসীম ধর সহ বিশিষ্টরা। সহায়তায় ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি স্নেহাশিস চৌধুরী, পশ্চিম ‌মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুভাষ জানা, সদস্য সমাজকর্মী শিক্ষক চঞ্চল হাজরা, সদস্য প্রশান্ত কুমার কলা প্রমুখ।

    রক্তদান শিবিরের পাশাপাশি এদিন বস্ত্র বিতরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। দৌলতচক, পণ্ডিতসাই , ধুতরা ,নলডিহি, বাঁকাবাড় সহ ১৯ টি গ্রামের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দৌলতপুর পণ্ডিতসাই এলাকার ক্লাবটি যথাসাধ্য চেষ্টা করে‌ন। সহযোগিতা করেন সমতা যুব সংঘ ও হাওড়া‌র স্বেচ্ছাসেবীগণ।

    বিকেলে মহিলাদের তিরন্দাজি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৈকালিক মনোরঞ্জনের জন্য চারটি আঞ্চলিক দল তাঁদের লোকায়ত নৃত্য পরিবেশন করেন। বিকেলে খাসবাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে দর্শক ছিল কানায় কানায় পরিপূর্ণ।
    আয়োজকদের পক্ষ থেকে চঞ্চল হাজরা জানান, ” অধিকাংশ রক্ত দাতা প্রান্তিক জনগোষ্ঠীর। করোনা আবহে সদস্যরা প্রথম কাজ হিসেবে রক্তদান কর্মসূচি বেছে নিলেন। এছাড়া সমতা যুব সংঘ যেভাবে মূলবাসী মানুষদের শীত নিবারণে সহায়তা করলেন তা দৃষ্টান্তমূলক। আগামী দিনেও সবার সাহায্যে এমন সামাজিক কাজে অগ্রসর হতে চাই।” আজকের সামগ্রিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সমতা যুব সংঘ , হাওড়া‌ও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বৃন্দ। এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।