|
---|
নিজস্ব সংবাদদাতা,শালবনী : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের শালবনিতে স্থানীয় মেট্রো ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দিন রাতের মেট্রো কাপ ক্রিকেট প্রতিযোগিতা। মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় “জাগরন শালবনি” ও দেবার্ঘ জিএফটি। রাত ১১টার সময় খেলা সমাপ্ত হয়।জাগরণ শালবনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেবার্ঘ জিএফটি। এ বছরের মঞ্চ নেপাল মজুমদারের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছিল। ১৯৯৫ সাল থেকে এই মেট্রো কাপ প্রতিযোগিতা হয়ে আসছে। এবার প্রতিযোগিতায় প্রবেশ মূল্য ছিল পাঁচ হাজার টাকা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে সুদৃশ্য ট্রফি ও সত্তর হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে সুদৃশ্য ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়। ম্যান অফ দা সিরিজ হিসেবে নির্বাচিত খেলোয়াডের হাতে দশ হাজার টাকা তুলে দেওয়া হয়। বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন সম্পাদক অমলেশ ভুঁইঞা ও সভাপতি তুষার কান্তি ভদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন অনিন্দ্য বসু চৌধুরি, অমল বোস ও অনান্য সদস্যরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।