|
---|
নিজস্ব প্রতিবেদক, কেশপুর: থানার কোয়ার্টারে এক পুলিশ আধিকারিকের ঝুলন্ত মৃত দেহকে উদ্ধার করা নিয়ে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার ব্যারাকে। মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় চৌধুরী (৪৭)। জানা গেছে, রাতে খাওয়া দাওয়া করে এস আই (SI) সঞ্জয় চৌধুরী ঘুমিয়ে পড়েন। সকালে পরিচারিকা ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে দেখেন সঞ্জয় চৌধুরীর ঝুলন্ত দেহ। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে কেশপুর হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এদিন সাংবাদিকদের সামনে মৃতের স্ত্রী বলেন,
আমার স্বামীকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে শনিবার দুপুরে বিষ্ণুপুর থেকে প্রথমে কেশপুর থানা এসে পৌঁছান মৃতের স্ত্রী। বিষ্ণুপুর থানার অপর এক পুলিশ কর্মীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন মৃতের স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে গোটা বিষয় পরিস্কার হবে বলে দাবি জেলা পুলিশ কর্তাদের।