|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন এক ভারতীয় পড়ুয়া। ফিশ মন্ত্রকের বক্তব্য খারকেভে রুশ গোলায় মৃত্যু হয় তাঁর।
জানা যায় মৃত ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। এর ফলেই তাঁর মৃত্যু হয়।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম একটি টুইটের মাধ্যমে জানান “গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে আজ সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।”
তিনি আরো জানান “আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।”
অন্যদিকে ইউক্রেনের এক সংবাদমাধ্যমের দাবি খারকিভে সেন্ট্রাল স্কোয়ারে রুশ মিশাইলে বিস্ফোরণ ঘটেছে।