|
---|
দিল্লির অভুক্ত শ্রমিক দের করুন অবস্থা খিদের জ্বালায় শ্মশানে ফেলে যাওয়া ফল খাচ্ছেন শ্রমিকরা
নতুন গতি ওয়েব ডেস্ক:উত্তর দিল্লির যমুনা পুলের নীচে হাজার হাজার পরিযায়ী শ্রমিক তিন চারদিন ধরে অভুক্ত শ্রমিকরা তাঁদের খিদে মেটাতে যা করলেন, তা দেখে চমকে উঠল গোটা দেশ। খিদের জ্বালা মেটাতে শ্মশান থেকে কলা কুড়িয়ে নিয়ে খেলেন তাঁরা।
চার-পাঁচদিন ধরে অভুক্ত রয়েছেন যমুনা পুলের নীচে আটকে পড়া শ্রমিকরা। নেই মাথা গোঁজার ছাদ, নেই অর্থ বা খাবার। নিকটবর্তী গুরুদোয়ারা থেকে একবেলা খাবার জোটে। তাতে খিদে মরে না। খিদের জ্বালা মেটাতে এবার শ্মশান থেকে শেষকৃত্য করতে আসা পরিবারের ফেলে দেওয়া ফল, কলা কুড়িয়ে খেতে দেখা গেল ওই পরিযায়ী শ্রমিকদের। যমুনা পুলের কাছে দিল্লির অন্যতম প্রাচীন শ্মশান নিগমবোধ ঘাট। সেখানে দেখা গেল এই মর্মান্তিক দৃশ্য। মৃতদেহের ধর্মীয় সত্কারে ব্যবহৃত ও ফেলে দেওযা পচা কলার স্তূপ ঘেঁটে তাঁরা তুলে নেন খাবার। পচা কলা খাওয়ার ফলে তাঁরা অসুস্থ হতে পারেন। পেটের জ্বালার কাছে সেই সব অসুস্থতা তুচ্ছ। শ্রমিকরা জানিয়েছেন, বহুদিন ধরে অভুক্ত তাঁরা। অভুক্ত তাঁদের পরিবার। কলা খেয়ে তাই বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এই ঘটনার দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় দিল্লিতে।