|
---|
উজির আলী,চাঁচল:১৮ এপ্রিল
ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত একটি পোল্ট্রী মুরগির খামার। শনিবার চাঁচল ১ নং ব্লকের খরবা জিপির বাসিলহাট গ্রামের ঘটনা।
চাঁচল-আশাপুর রাজ্য সড়কের উপর নির্জন এলাকায় অবস্থান ওই খামারটির।
এদিন বিকেলে খামরটিতে লেলিহান অগ্নিশিখা দাউদাউ করলে তা পথযাত্রীদের নজরে পড়ে। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন বাসিন্দারাও।
খবর পেয়ে চাঁচল থেকে ছুটে আসেন একটি দমকলের ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণেও আসলেও খামার পুড়ে ছাই হয়ে যায় বলে খবর।
শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত বলে দমকল সূত্রের খবর।
এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
চিন্তার ভাঁজ পড়েছে খামারের মালিকের।
তিনি জানান, খামারে মজুত ২৮০০ মুরগির ছানা ছিল ও তাদের খাদ্য সামগ্রী সহ মুরগি পালনের বেশ কিছু জিনিসপত্র ছিল।
আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতির দাবী করেছেন খামারের মালিক আজাদ আলী।
তাদের সুগন খামার দপ্তরকে ক্ষয়ক্ষতির বিষয়টি জানাবেন বলে জানান মালিক।