|
---|
একাধিক অভিযোগের বিরুদ্ধে মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল
নতুন গতি, মালদা:- ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে, পাশাপাশি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় আট মাস ধরে এখনো জলমগ্ন হয়ে থাকার পাশা-পাশি শহর জুড়ে ময়লা-আবর্জনা সহ একাধিক অভিযোগের বিরুদ্ধে মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও ইংরেজবাজার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন এবং মালদা শহরের ফোয়ারা মোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ সহ একাধিক কর্মসূচি পালন করল মালদা জেলা ভারতীয় জনতা পার্টি।
শুক্রবার পুরাটুলি ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং সারা শহর পরিক্রমা করে ইংরেজবাজার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়, তারপর ডেপুটেশন দিয়ে সেখান থেকে মিছিল করে ফোয়ারা মোড়ে মমতা বন্দোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির সদস্যরা। বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল মহাশয়, ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু মহাশয়, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভাপতি সুতপা মুখার্জি মহাশয়া সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।