ফের গৌড় এক্সপ্রেস ট্রেনের দুটি শীতাতপ সংরক্ষিত কামরায় দুষ্কৃতীদের লুটপাঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

নতুন গতি নিউজ ডেস্ক ,মালদা: ফের গৌড় এক্সপ্রেস ট্রেনের দুটি শীতাতপ সংরক্ষিত কামরায় দুষ্কৃতীদের লুটপাঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার গভীর রাতে শিয়ালদা – মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনের বর্ধমানের গুসকরা  স্টেশনের কাছে এই লুটপাটের ঘটনাটি ঘটে। এরপরেই দুষ্কৃতীরা ট্রেন থেকে নেমে পালানোর সময় রেল পুলিশ ধাওয়া করে । কিন্তু দুষ্কৃতীরা রেল পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে বলে অভিযোগ।  পরে রামপুরহাট স্টেশনে ট্রেনটি এলে যাত্রীরা একটি অভিযোগ দায়ের করেন।  শনিবার সকাল আটটা নাগাদ গৌড় এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছাতে সংশ্লিষ্ট স্টেশনের জিআরপির কাছেও একই অভিযোগ করেছেন ওই ট্রেনের আক্রান্ত যাত্রীরা । এই ঘটনায় ট্রেনের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

    মালদা টাউন স্টেশনের জিআরপি’র আইসি  ভাস্কর প্রধান জানিয়েছেন , রামপুরহাট জিআরপির কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি মালদা টাউন স্টেশনে দুষ্কৃতীদের ছিনতাইয়ের অভিযোগের কথা জানিয়েছেন যাত্রীরা।  এসি – টু টায়ারে এ-২ এবং এ-৩ কামরায় দুষ্কৃতীদের লুটপাটের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ শুনেছি।  যদিও এটি মালদা ডিভিশনের মধ্যে নয়, রামপুরহাটে ঘটেছে ।এব্যাপারে ওই এলাকার জিআরপি’র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রেল পুলিশ কর্তারাও দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।

    রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ২ টা নাগাদ বর্ধমান স্টেশন ছাড়িয়ে গুসকরা স্টেশন ঢোকার সময় এসি-২ টায়ারের দুটি সংরক্ষিত কামরায় ছয় থেকে সাত জনের দুস্কৃতির একটি দল লুটপাট চালায় বলে অভিযোগ। কয়েকজন যাত্রীর মোবাইল, নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । দুই মহিলা যাত্রী দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । এরপরই গুসকরা স্টেশনের কাছেই অন্ধকারের মধ্যে ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই সময় কর্তব্যরত রেল পুলিশ কর্মীরা দুষ্কৃতীদের দেখতে পেয়ে ধাওয়া করে । কিন্তু দুষ্কৃতীরা অন্ধকারের মধ্যে পাথর ছুড়ে রেল পুলিশকে জখম করার চেষ্টা চালায় বলে অভিযোগ।

    জিআরপি সূত্রে জানা গিয়েছে , দুষ্কৃতীরা গৌড় এক্সপ্রেসের ট্রেনের সংরক্ষিত এস-১২ কামরার প্রথমে চেন পুল করে। তাতেই ওই ট্রেনটি থেমে যায় । ওই কামড়ায় কর্তব্যরত পুলিশ কর্মীরা যেতেই শীততাপ কামরা দুটি ফাঁকা পেয়ে যাত্রীদের উপর চড়াও হয় বলে অনুমান জিআরপি।

    মালদা শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা দেবলীনা সিনহা, গঙ্গাবাগ এলাকার বাসিন্দা দীপ্তশী চক্রবর্তী বলেন,  আমাদের কাছে নগদ ১০ থেকে ১২ হাজার টাকা, দামী মোবাইল ছিল। দুষ্কৃতীরা সেগুলি ছিনতাই করেছে। বাধা দিতে গিয়ে আমাদের মারধর করা হয়েছে। এই ঘটনার সময় রেল পুলিশের কেউ ছিল না।

    উত্তর ২৪ পরগনা থেকে মালদায় অফিসের কাজে আসছিলেন সৈকত চক্রবর্তী । তিনি বলেন,  আমার ৩৫ হাজার টাকা , দুটি দামি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। প্রতিবাদ করাতে ওরা আমাকে ব্যাপক মারধর করে ।প্রায় কুড়ি মিনিট ধরে এসি -২ টায়ারে দুটি কামড়ায় লুটপাট চালায় সশস্ত্র দুষ্কৃতীদের দলটি।

    মালদা টাউন স্টেশন জিআরপি সূত্রে জানা গিয়েছে,  গুসকরা স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাওয়ার পর এই  লুটপাটের ঘটনাটি ঘটেছে। পরে রামপুরহাট এলাকায় এসে ট্রেনটি ১ ঘন্টা দাঁড়ায়। সেখানেই শীততাপ সংরক্ষিত কামরার যাত্রীরা অভিযোগ দায়ের করেন । এরপর শনিবার সকাল ৮টা নাগাদ গৌড় এক্সপ্রেস ট্রেনটি মালদায় এসে পৌঁছায় । রেল পুলিশের প্রাথমিক অনুমান শিয়ালদহ থেকে সংরক্ষিত কামরা টিকিট করেই ওই দুষ্কৃতী দলটি উঠেছিল । এস-১২ কামরায় চেন পুল করার পরই দুষ্কৃতীরা ট্রেন থেকে নেমে এসি কামরায় গিয়ে লুটপাটের ঘটনাটি ঘটিয়েছে।

    রেলওয়ে ইউজারস কনসালটেটিভ কমিটির মালদার  সহ-সভাপতি নরেন্দ্রনাথের তেওয়ারি জানিয়েছেন,  গৌড় এক্সপ্রেসে এর আগেও ছিনতাই ঘটনা ঘটেছে। যাত্রীদের ওপর হামলা হয়েছে । বারবার এরকম ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি । অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার এবং রেলের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ডিআরএমের কাছে খুব শীঘ্রই ডেপুটেশন দেওয়া হবে।

    ছবি ——- দুষ্কৃতীদের ছিনতাইয়ের ঘটনার পর মালদা টাউন স্টেশনে পৌঁছে গৌড় এক্সপ্রেসের যাত্রীরা আতঙ্কে ও কান্নায় ভেঙে পড়েছেন।