|
---|
নুর আহমেদ, মেমারি : ২১ নভেম্বর, ৭ দফার দাবীর ভিত্তিতে ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট । এই ধর্মঘট কে সফল করার লক্ষ্যে শনিবার মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে একটি বিশাল
পদযাত্রা সংগঠিত হলো। মিছিল রসুলপুরের দলুইবাজার থেকে মেমারি চকদিঘী মোড়ে শেষ হয় ।অজস্র শ্রমজীবী, যুবসমাজ প্রায় ৮ কিমি পথ স্লোগান দিতে দিতে পদযাত্রা করলেন।উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সনৎ ব্যানার্জী, পীযুষ বিশ্বাস, জয়দেব মুখার্জি, পিন্টু ভট্টাচার্য, প্রশান্ত কুমার প্রমুখ।মিছিল শেষে মেমারি চকদিঘী মোড়ে একটি পথসভায় বক্তব্য রাখেনবামপন্থী নেতা সনৎ ব্যানার্জী। তিনি জানান যে, সর্বনাশা শ্রম ও কৃষি আইন বাতিলের দাবীতে, রেল, বীমা ও খনি বিক্রির প্রতিবাদে, আয়করদাতা ছাড়া পরিবারপিছু মাসে ৭৫০০ টাকার দাবীতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণসংগঠন গুলোর ডাকে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে এই পদযাত্রা।