|
---|
নিজস্ব প্রতিবেদক,ধনেখালি, হুগলি: ধনেখালির তাঁতশাড়ির জগৎজোড়া নাম । এখানকার অতীত ঐতিহ্য ,বর্তমান চালচিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরবেন এলাকার বিশিষ্ট কলমচিরা। তাই এলাকার বিশিষ্ট শিক্ষিকা অমিয়া বন্দ্যোপাধ্যায় , রবিবারের (১২ ই জুন ২০২২) বৈকালিক আড্ডায় নিজের বাসভবন “প্রদীপ কুঠিরে” ডেকে নিলেন এখানকার বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক এবং শিক্ষাবিদদের। আলোচনায় পত্রিকার নাম ঠিক করা হল “ধনেখালির কলম”। পরিচালনার জন্য একটি কমিটি তৈরি হল। সম্পাদনার দায়িত্বে থাকবেন অমিয়া বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ঔপন্যাসিক জারিফুল হক । সভাপতি হয়েছেন এলাকার শিক্ষাবিদ বিশ্বনাথ মুখোপাধ্যায়। সহ-সভাপতি গল্পকার স্বপন কুমার হালদার এবং সাংস্কৃতিক সম্পাদক থাকছেন কবি ও সাংবাদিক শেখ সিরাজ, আইনি উপদেষ্টা খায়রুল বাশার বুলবুল। উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বিশিষ্ট কবি সাংবাদিক,নাট্যব্যক্তিত্ব এবং ‘ খবরের স্পন্দন’পত্রিকার সম্পাদক নৌসাদ মল্লিক।এই তালিকায় আরো থাকছেন কবি শেখ আব্দুল মান্নান, ফিরোজা বেগম সন্ধ্যা রং শিবরাম মোহান্ত, শুভেন্দু হালদার এবং বিজন দাস প্রমুখ। সভাপতি বিশ্বনাথবাবু সকলকে শুভেচ্ছা জানিয়ে জানালেন “ধনেখালির কলম” সবার মিলিত প্রচেষ্টায় ‘ ধনেখালি দর্পণ’ হয়ে উঠবে। উপস্থিত প্রত্যেকে নিজের নিজের মত প্রকাশ করলেন।
এরপর কবিকন্ঠের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল “ধনেখলির কলমের” ঐতিহাসিক সন্ধিক্ষণ