দিদির সুরক্ষা কবচ নিয়ে বৈঠক করলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ

এম এস ইসলাম,খন্ডঘোষ : দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ। রাজ্যের ১০ কোটি মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের রক্ষা কবচ নাম দিয়ে এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী । সমস্ত নেতাকর্মীদের দু কোটি পরিবারে পৌঁছে রাত্রি যাপন করে সরকারের 15 টি প্রকল্প ঠিক মত পরিষেবা পৌঁছেছে কিনা সেটা নিশ্চিত করতে হবে । খন্ডঘোষ বিধানসভা এলাকার খন্ডঘোষের 157 টি গ্রাম ও গলসির 105 টি গ্রামে পরিষেবা ও কর্মসূচির লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন বিধায়ক নবীন বাগ । এই কর্মসূচি পালনের জন্য তারা সম্পূর্ণ তৈরী বলেও জানালেন তিনি । যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষ কতটা পরিষেবা পেয়েছেন সেটাও নেতাকর্মীরা দেখবেন। দিদির রক্ষাকবচ কর্ম সমিতির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ ,খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম ,গলসি 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন মন্ডল ,খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি ,খন্ডঘোষ তৃণমূল যুব সভাপতি শুভেন্দু পাল,গলসি 2 জয়হিন্দ বাহিনীর সভাপতি গুল মোহাম্মদ ,জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় সহ অনেক তৃণমূল নেতা কর্মী । বিধায়ক নবীন বাগ বলেন দিদির নির্দেশ মত নেতা কর্মীদের কি কাজ হবে সাংবাদিক সম্মেলনে তা বুঝিয়ে দেন । দিদির সুরক্ষা কবচ উপলক্ষে সাংবাদিক বৈঠকে নেতাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিধায়ক নবীন বাগ আরো বলেন রাজনীতির উর্ধে উঠে জন্ম থেকে মৃত্যু প্রতিটি পরিষেবা সাধারণ মানুষ পেয়েছেন, যদি কোন পরিষেবার ক্ষেত্রে ঘাটতি থেকে থাকে তারা অবশই রিকোভারি করবেন ।