রাসবিহারী হালদারের উদ্যোগে নীলপুর যুব উৎসব

লুতুব আলি, বর্ধমান, ৫ জানুয়ারি : রাসবিহারী হালদারের উদ্যোগে নীলপুর যুব উৎসবে আসছেন প্রসেনজিৎ নচিকেতা শ্রাবন্তী সায়নী ঘোষ। পেটের সঙ্গে ভরবে মন, বর্ধমানের এই প্রথম। এই বার্তা দিয়ে শুরু হতে চলেছে নীলপুর যুব উৎসব। উদ্যোক্তা পূর্ব বর্ধমান জেলার যুব সমাজের আইকন বিশিষ্ট সমাজসেবী ও জননেতা রাসবিহারী হালদার। তিনি এক দিকে বর্ধমান পৌরসভার কাউন্সিলার অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। নীলপুর যুব উৎসবের শুভ উদ্বোধন হবে ৯ জানুয়ারি। এই উপলক্ষে বর্ধমান শহরের নীলপুরে যুব উৎসবের প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাসবিহারী হালদার জানান, যুবসমাজকে উজ্জীবিত করতে ও সুস্থ-সংস্কৃতির মেল বন্ধন ঘটাতে এবং বাহারি খাদ্য সম্ভার নিয়ে এই যুব উৎসব শুরু হবে। কলকাতা সহ রাজ্যের নামিদামি খাবারের স্টল গুলি এই উৎসবে পসরা সাজাচ্ছে। রাসবিহারী হালদার আর ও জানান, এই উৎসব উপলক্ষে বিভিন্ন দিনে আসছেন টলিউডের বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা, শ্রাবন্তী মজুমদার, সায়নী ঘোষ প্রমুখ। সংস্কৃতি সঙ্গে যুক্ত শতাধিক ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন। পূর্ব বর্ধমান ছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আসবেন রাজ বর্মন। এই উৎসবে ১০০র কাছাকাছি বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হবে। কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভজিৎ পাল, প্রদীপ হাজরা, সুজিত দেব প্রমুখ। ১২ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে।