বাবরি মসজিদ পুনঃনির্মান ও ধ্বংসকারারীদের শাস্তির দাবিতে SDPI-এর মিছিল ধুলিয়ানে

ধূলিয়ান: আজ 6 ডিসেম্বর,ভারতবর্ষের ইতিহাসে কালো দিন।1992 সালের 6 ডিসেম্বর,সাড়ে 400 বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস হয়।ঐ বছরই 9 ডিসেম্বর,তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও বাবরি মসজিদ পুনঃনির্মাণের প্রতিশ্রুতি দেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি লিবারহানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেন ।2009 সালে লিবাহান কমিশনের রিপোর্ট প্রকাশ পায় এবং বাবরী মসজিদ ধ্বংসকারীদের মধ্যে 68 জনকে দায়ী করে।সর্বশেষ 2019 সালে 9-ই নভেম্বর,সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মানের নির্দেশ দেন। সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি অফ ইন্ডিয়া এর প্রতিবাদ করে।1992 সালের 9 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তোলে এবং লিবারহান কমিশন রিপোর্টে 68 জন আসামীর শাস্তি চায়। প্রতি বছর দিনটাকে SDPI কালো দিন হিসাবে পালন করে।

    আজকেও এরই অংশ হিসেবে সারা দেশের সাথে সামশেরগঞ্জ বিধানসভা কমিটির পক্ষ থেকে কাঁকুড়িয়া থেকে ডাকবাংলা বিশাল মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ডাকবাংলায় সামসেরগঞ্জ বিডিও অফিস মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উক্ত পথসভায় বক্তব্য রাখেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন,মিডিয়া ইনচার্য মহাম্মদ রাকিম সেখ, সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি মহাম্মদ নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল বারিক।উপস্থিত ছিলেন সুতি বিধানসভা কমিটির সভাপতি এস এম সেম্ফুল, ধুলিয়ান টাউন কমিটির অন্যতম নেতা সুকুর্দি সেখ।