|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উত্তরবঙ্গ সফর করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারের পরবর্তীতে হাওড়া স্টেশন থেকে জনশতাবদি এক্সপ্রেস করে উত্তরবঙ্গ অভিমুখে রওনা হয়েছেন তিনি। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন। পাহাড় সমতল ডুয়ার্সের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখবেন তিনি। উত্তরবঙ্গের রাজনৈতিক ভিত্তি শক্ত করতে একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী।
বোলপুর স্টেশনে মুখ্যমন্ত্রী কে চপ মুড়ি মিষ্টি উপহার দিলেন অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলে কথা তাই তাঁর সঙ্গে দেখা করা অন্যতম কর্তব্য।