|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: “ধর্ষণকাণ্ডে কোনও নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা যাবে না, নাহলে তদন্তে হতে পারে সমস্যা” হাঁসখালি ধর্ষণ মামলা শুনানিতে এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
এদিন হাইকোর্টেও অসম্পূর্ণ রিপোর্ট পেশ করল সিবিআই। জানানো হয়েছে, তদন্ত চলছে, রিপোর্ট জমা দিতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। এছাড়াও এদিন মামলাকারীদের পক্ষে আইনজীবী তদন্ত নদিয়ার বদলে কলকাতায় থেকে করার আবেদন জানান। মামলার পরবর্তী শুনানি ১৭ মে।