|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “জেলেনস্কি ও হিটলারের শরীরে বইছে ইহুদি রক্ত” এমনই বিতর্কিত মন্তব্য করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।
একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন “ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি হলেও তাঁর নাৎসি যোগ উড়িয়ে দেওয়া যায় না। হিটলারও অর্ধেক ইহুদি ছিলেন। জেলেনস্কি ও হিটলারের শরীরে বইছে ইহুদি রক্ত।”
এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে ইজরায়েলের বিদেশমন্ত্রী ইয়াইর লাপিড বলেছেন “রাশিয়ার বিদেশমন্ত্রীর বক্তব্য অত্যন্ত অপত্তিজনক এবং ক্ষমার অযোগ্য। একইসঙ্গে এই মন্তব্য ঐতিহাসিক ভুল।” হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই কথার উল্লেখ করে তিনি বলেছেন “ইহুদিরা নিজেরাই নিজেকে হত্যা করেনি। সবচেয়ে খারাপ ধরনের জাতিবিদ্বেষ এটা, যেখানে ইহুদিদেরকেই দায়ী করা হচ্ছে তাদের স্বজাতিকে হত্যা করার কারণে।”