|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এমনটা রোজ রোজ হয় না৷ কিন্তু একদিনেই মাছ ধরতে গিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ‘সম্পদ’ জালে তুললেন দিঘার মৎস্যজীবীরা৷ যে ঘটনা ঘিরে দিঘা মোহনায় রীতিমতো হইচই৷
জানা গিয়েছে, এ দিন দিঘার একটি ট্রলার একসঙ্গে ১২০ পিস তেলিয়া ভোলা মাছ ধরে সমুদ্র থেকে ফেরে৷ সবমিলিয়ে যে মাছের দাম প্রায় কোটি টাকার কাছাকাছি বলেই জানাচ্ছেন মৎস্যজীবীরা৷
তেলিয়া ভোলা মাছের তেল ওষুধ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ সেই জন্যই এই মাছের দাম অনেকটা বেশি৷ এই মাছ মূলত রপ্তানি হয়ে যায়৷
দিঘা মোহনার মাছ ব্যবসায়ী মনোরঞ্জন খাঁড়ার মা সিদ্ধেশ্বরী নামের ট্রলারের মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে একসঙ্গে একশো কুড়ি পিস তেলিয়া ভোলা মাছ জালে তুলেছেন৷
এ দিন সকালে দিঘা মোহনায় ফেরে ট্রলারটি৷ এর পর নিলামের জন্য মাছগুলি ভুবনচন্দ্র বেরা নামে এক মৎস্যজীবীর কাঁটায় নিলামের জন্য নিয়ে আসা হয়৷
একসঙ্গে এত তেলিয়া ভোলা মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই মাছ বাজারে ভিড় জমে যায়৷ ঝাঁকে ঝাঁকে তেলিয়া ভোলা মাছ ধরতে মৎস্যজীবী, ব্যবসায়ীরা ছাড়াও ভিড় জমান উৎসাহী পর্যটকরা৷
বছরের এই সময়টা মন্দা হিসেবেই ধরে নেন মৎস্যজীবীরা৷ করোনা অতিমারির কারণে দিঘায় পর্যটকেরও আনাগোনা কমেছে৷ তার মধ্যে বিপুল সংখ্যক তেলিয়া ভোলা মাছ ধরা পড়ার ঘটনায় কিছুটা হাসি ফুটল কয়েকজন মৎস্যজীবীর মুখে৷